ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Trading Corporation of Bangladesh TCB Job Circular 2025) কর্তৃপক্ষ হতে ১২ মে ২০২৫ ইং প্রকাশ হয়েছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ মোট ২২ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ০৬টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে।
অনলাইনে https://tcb.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম (Application Form) পূরণ করা লাগবে।
অনলাইনে আবেদন চলবে ১২ মে ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ও শেষ হবে ০২ জুন ২০২৫ ইং বিকেল ৫:০০ ঘটিকায়।
নিচে TCB Job Circular 2025 বা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি নিয়োগ ২০২৫ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখ ও সময় জানুন
প্রকাশের দিন: ১২ মে ২০২৫ ইং।
আবেদন করার শুরুর দিন: ১২ মে ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা।
আবেদন করার শেষ দিন: ০২ জুন ২০২৫ ইং বিকেল ৫:০০ ঘটিকায়।
সার্কুলারে মোট শূন্য পদ
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ মোট ০৬টি জব ক্যাটাগরি পদে ২২ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দিবে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
শর্ত সাপেক্ষে ০৬টি জব ক্যাটাগরিতে ২২ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ আহবান করেছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চাকরিতে আবেদন করার ১ম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ ২০২৫ এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে ও ৩২ (বত্রিশ) বৎসরের মধ্যে নারী ও পুরুষ (Female & Male) শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন (Salary) তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা (Experience) প্রয়োজন নেই পদের চাইতে।
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চাকরির বেতন প্রদান করা হবে। চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে (Salary Scale) নিয়োগ প্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ ২০২৫
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ ২০২৫ এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী। এই সময়ের মধ্যে https://tcb.teletalk.com.bd প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ০২টি এসএমএস (SMS) এর মাধ্যমে আবেদন ফি ৫০/- টাকা + ০৬/- টাকা চার্জসহ বাবদ মোট ৫৬/- টাকা, ১০০/- টাকা + ১২/- টাকা চার্জসহ বাবদ মোট ১১২/- টাকা, ২০০ টাকা + ২৩ টাকা চার্জ বাবদ মোট ২২৩/- টাকা পরিশোধ করতে হবে।
অনলাইনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে। কোনভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চাকরির আবেদন সম্পন্ন হবে না।
আমরা আরো ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর গুরুত্বপূর্ণ তথ্য নিচের টেবিলে প্রকাশ করেছি।
TCB Job Circular 2025
| নিয়োগকর্তার/সংস্থার নাম | ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। |
| নিয়োগকর্তার/সংস্থার ধরন | সরকারি |
| চাকরির ধরন কি? | সরকারি চাকরি। |
| চাকরির সময় | স্থায়ী সরকারি চাকরি। (Permanent Govt Job) |
| জব ক্যাটাগরি | ০৬টি। |
| মোট লোক সংখ্যা | ২২ জন। |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী। |
| লিঙ্গ | নারী ও পুরুষ। |
| অভিজ্ঞতার কতটুকু লাগবে? | নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী। |
| বয়স সীমা কতটুকু | ০১ মে ২০২৫ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর লাগবে। |
| বেতন গ্রেড | ৯,৩০০/- থেকে ৫৩,০৬০/- টাকা |
| আবেদন করার পদ্ধতি/ধরন | অনলাইনে https://tcb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে |
| আবেদন ফি কত লাগবে? | ৫৬, ১১২ ও ২২৩/- টাকা। |
| ফি জমা দেওয়ার পদ্ধতি | টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে SMS এর মাধ্যমে |
| প্রকাশের তারিখ | ০১ মে ২০২৫ ইং। |
| আবেদন শুরুর দিন | ১২ মে ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা। |
| আবেদনের শেষ দিন | ০২ জুন ২০২৫ ইং বিকেল ০৫:০০ ঘটিকা। |
| কর্তৃপক্ষের ওয়েবসাইট | https://tcb.gov.bd/ |
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অফিসিয়াল ইমেজ/PDF
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে।
আপনার জন্য আমরা নিচে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অফিশিয়াল ইমেজ প্রকাশ করেছি। অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বেই এই চাকরির সম্পর্কিত সকল তথ্য এই ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ জব সার্কুলার ইমেজ থেকে জেনে নিন।

0 Comments